
পঞ্চগড় জেলা প্রতিনিধি- খাদেমুল ইসলাম-
বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা তিনদিনের অবরোধের ২য় দিনে পঞ্চগড় জেলার তেতুলিয়ায় উপজেলায় কোনো ধরণের পিকেটিং লক্ষ্য করা যায়নি। অন্যান্যদিনের মতো পঞ্চগড় শহরের যান চলাচল ছিল স্বাভাবিক। সকাল থেকে উপজেলার বিভিন্ন মোড়ে পুলিশের সতর্ক অবস্থান ছিল লক্ষনীয়। অপরদিকে দিনভর পঞ্চগড় শহরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আলাদা আলাদা ভাবে শান্তি সমাবেশ ও মিছিল করেছে।
জানা যায়- বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও জামায়াতের সমাবেশে বাঁধা এবং নেতাকর্মীদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল গ্রেফতারের প্রতিবাদে তিনদিনের অবরোধের ডাক দেয় বিএনপি ও জামায়াতে ইসলামী। অপরদিকে সারাদেশ শান্তি-সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। অবরোধের ডাক দিলেও মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কোথাও বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের পিকেটিং কিংবা কোন মিছিল-মিটিং করতে দেখা যায়নি।
অপরদিকে রবিবার সকাল থেকে বিভিন্ন সময়ে পঞ্চগড় শহরের চৌরোংগী
মোড়ে সড়কে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে নেতৃবৃন্দরা পৃথক পৃথকভাবে শান্তি সমাবেশ ও মিছিল করেছে। অনুষ্ঠিত পৃথক পৃথক শান্তি সমাবেশে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাাদক আনোয়ার সাদাত সম্রাট,পঞ্চগড় সদর চেয়ারম্যান আমিরুল ইসলাম এবং
তেতুলিয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী মন্ডল, সহ সভাপতি মোঃ তাজিরুল ইসলাম,
সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, যুগ্ন সম্পাাদক ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিক,
অপর গ্রুপে তেতুলিয়ায় কৃষকলীগের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম মোল্লা, তেতুলিয়ার কৃষকলীগের সহ সভাপতি মোঃ রাজিউর ইসলাম তেতুলিয়াউপজেলা কৃষকলীগের সহ সভাপতি মোঃ হাসিনুর রহমান, তেতুলিয়ায় কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা,
তেতুলিয়ায় সাংগঠনিক সম্পাদক
কৃষকলীগের মোঃ আজিবুদ্দীন,
তেতুলিয়ায় সদর ইউনিয়নের
সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান
তেঁতুলিয়া সদর ইউনিয়ন কৃষক লীগ সহ সভাপতি মোঃ নিজাম উদ্দীন,
তেতুলিয়া সদর ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক আতিয়ার রহমান তারা,
সাংগঠনিক সম্পাদক, তেতুলিয়া সদর ইউনিয়ন কৃষক লীগ সোহেল রানা,
সাধারণ সম্পাদক ৪নং শালবাহান ইউনিয়ন কৃষক লীগ মোঃ আশরাফ আলী,
তেতুলিয়া যুবলীগ নেতা মোঃ রেজাউল করিম বিপ্লব,
সাংগঠনিক সম্পাদক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মোঃ সাদ্দাম হোসেন,
তেতুলিয়া ছাত্রলীগ নেতা মোঃ মোবারক হোসেন,
তেতুলিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ আবু আশরাফ বাবু,
তেতুলিয়ায় কৃষকলীগ নেতা মোঃ মোতাহার আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা মোছা আকলিমা আক্তারসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
তেতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী বলেন- পুলিশ বিভিন্নস্থানে সতর্ক অবস্থানে থাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো ধরণের অপ্রীতিকর ও সংঘর্ষের ঘটনা ঘটেনি। অন্যান্য দিনের ন্যায় সার্বিক অবস্থা ছিল স্বাভাবিক ।