
পঞ্চগড় জেলা প্রতিনিধি- খাদেমুল ইসলাম-
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।আটক কর্মীরা হলেন ভজনপুর ইউনিয়নের আজম আলী ও পঞ্চগড় সদরের হাড়িভাসা ইউনিয়নের ফজলে রাব্বী।
পুলিশ জানায়, বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের শেষ দিন বৃহস্পতিবার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চালায় পুলিশ।এর মধ্যে অবরোধের পক্ষে শিবির কর্মীদের মাঠে নামার খবর পেয়ে ভজনপুরে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।এ বিষয়ে
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক দুজনকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।