সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

পঞ্চগড় জেলা পুলিশের কমিউনিটি পুলিশং ডে-২০২৩ উদযাপন,

আপডেট:

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম

 

বিজ্ঞাপন

পুলিশ-জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’এই প্রতিপাদ্যকে ধারণ করে প্রতি বছরের ন্যায় এবারো পঞ্চগড় জেলা পুলিশ কর্তৃক পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন করা হয়েছে।শনিবার ০৪/১১/২০২৩ খ্রিঃ
সকাল ১০.০০ ঘটিকায় পঞ্চগড় জেলা পুলিশ লাইন্সের ড্রিলসেডে কমিউনিটি পুলিশ ডে-২০২৩ উপলক্ষে পঞ্চগড় জেলা পুলিশের উদ্যোগে র‍্যালি
আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন পঞ্চগড় পুলিশ সুপার, এস, এম, সিরাজুল হুদা পিপিএম । উদ্বোধন শেষ একটি বর্ণাঢ্য র্যালী পুলিশ লাইন্স থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুলিশ লাইন্সে এসে শেষ হয়।
পরে পুলিশ লাইন্সের ড্রিল সেডে পুলিশ সুপার এস, এম, সিরাজুল হুদা পিপিএম সভাপতিত্ত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক, মোঃ জহুরুল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস,পঞ্চগড় আওয়ামীলীগের সাধারন
সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট,আহবায়ক কমিউনিটি পুলিশিং কমিটি পঞ্চগড়, আমিরুল ইসলাম, চেয়ারম্যান পঞ্চগড় সদর উপজেলা, পঞ্চগড়; তৌহিদুল ইসলাম, চেয়ারম্যান, আটোয়ারী উপজেলা পঞ্চগড়; বিপেন চন্দ্র রায়, সদস্য কমিউনিটি পুলিশিং কমিটি পঞ্চগড়; আক্তারুন নাহার সাকি, মহিলা সদস্য কমিউনিটি পুলিশিং কমিটি পঞ্চগড়।
মুখ্য আলোচক হিসেবে ছিলেন হাসানুর রশিদ বাবু অধ্যাপক (অব:) অর্থনীতি বিভাগ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এসময় পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ সিপিও হিসেবে পঞ্চগড় সদর থানার এসআই/(নিঃ) মোঃ কাইয়ুম আলী এবং শ্রেষ্ঠ সিপিএম হিসেবে সুশীল চন্দ্র রায় কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও সনদ পত্র এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন আমন্ত্রীত অতিথিবৃন্দ ও পুলিশ সুপার মহোদয়।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী বৃন্দ সহ জেলা ও উপজেলা পর্যায়ের কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত