সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ,

আপডেট:

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম-

 

বিজ্ঞাপন

পঞ্চগড়ের ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আনোরুল (৪২) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

শনিবার (৪ নভেম্বর) রাত ৯ টায় মীরগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় এর সামনে ফাঁকা মাঠে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক করা হয়।

বিজ্ঞাপন

এসআই/মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই / মোঃ আসাদুজ্জামান, এএসআই/ নয়ন দেবনাথ, এএসআই/ মোঃ উমর ফারুক এএসআই/ মোশাররফ হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ পঞ্চগড় থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে পঞ্চগড় সদর থানাধীন ০৮ নং ইউপির অন্তর্গত ০২ নং ওয়ার্ডের ৫৮ নং মীরগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় এর সামনে ফাঁকা মাঠে ধৃত আসামি মোঃ আনারুল ইসলাম (৪২), পিতাঃ মোঃ শফিজুল ইসলাম, স্থায়ী সাং – প্রধানপাড়া (গড়িনাবাড়ী ইউপি), বর্তমান সাং- চান্দাপাড়া, থানা ও জেলা- পঞ্চগড়কে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইং ০৪/১১/২০২৩ তারিখ ২১.০৫ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। এ বিষয়ে এসআই আসাদুজ্জামান বাদী হয়ে এজাহার দায়ের করিলে পঞ্চগড় সদর থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত