সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ – এমপি জিয়াউর রহমান,

আপডেট:

মোঃ সিফাত রানা

 

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আলিনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষার আওতায় সুবিধা ভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় আলিনগর স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের এক অপরিহার্য নাম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ। গ্রাম শহর সবখানেই সরকারের উন্নয়ন আজ দৃশ্যমান। যার অন্যতম উদাহরণ আপনারাই। বিভিন্ন ভাতা প্রদান করে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে সরকার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান।

বিজ্ঞাপন

আলিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম রেজা রয়েলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস- চেয়ারম্যান হাসানুজ্জামান নুহ্, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য সাবিহা শবনম কেয়া, আলিনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আওয়াল, আলিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও আজ রবিবার বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে বিকেল ৩ টায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্থানীয় সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত