
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম-
পঞ্চগড় তেতুলিয়ায় উপজেলার বিভিন্ন স্থানে হোটেল এন্ড রেস্টুরেন্টে অবাধে পচা ও বাসি খাবার বিক্রয় হচ্ছে দেখার কেউ নাই।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, তেতুলিয়ায় উপজেলার গুরুত্বপুর্ন হাট শালবাহান,মাঝিপাড়া তিরনই, বাংলাবান্ধা, সিপাই পাড়া, বুড়াবুড়ি, ভজনপুর, দেবনগর বাজার, সদরে চৌরাস্তা বাজারসহ
মহাসড়কের পার্শ্ববর্তী বড় বড় হোটেলে এ সব পচা ও বাসি খাবার বিক্রয় হওয়ার অভিযোগ বেশী, এ সব হোটেলে রাতের বেচে যাওয়া খাবার সকালে গরম করে পরিবেশন করে থাকে।
এসব খাবার খেয়ে মানুষের নানা ধরনের পেটের পিড়া দেখা দিচ্ছে। তাছাড়া এ সব হোটেলে মিষ্টি পরাটা দই সহ বিভিন্ন জিনিসের দাম আকাশ ছোঁয়া নিয়ে থাকে। বিশেষ করে দই এর ওজন একে বারেই খুব কম দিয়ে আসছে। তাছাড়া উপজেলার,মুক্তিযোদ্ধা মার্কেট,
সহ বিভিন্ন হাট ও বাজারে এ সব পচা ও বাসি খাবার বিক্রয় হচ্ছে।
এ সব দেখার জন্য একজন ইন্সপেক্টরের দায়ী দেওয়া থাকলেও অঙ্গাত কারনে তার কোন ভুমিকা লক্ষ্য করা যায় না। সে দীর্ঘ একযুগ ধরে একই কর্মস্থলে থাকার কারনে কিছু কিছু মানুষের সাথে সক্ষতা গড়ে উঠেছে ইচ্ছা করেই তাদের বিরুদ্ধে কোন আইন গত ব্যাবস্থা নিচ্ছে না। অভিযোগ উঠেছে তাদের নিকট থেকে মাসহারা নিয়ে থাকে। রনচন্ডি
শালবাহান,ভজনপুর সহ বিভিন্ন হাটে দোকানে খোলা খাবার বিক্রয় হলেও দেখার কেউ নাই।
এবিষয়ে উপজেলার স্যানিটারী পরিদর্শক ফেরদৌসী আরা বেগমের সাথে যোগাযোগ করে তিনি ফোন ধরেনি।