
সিলেট বিভাগীয় প্রতিনিধি
আজ মঙ্গলবার ০৭/১১/২০২৩ইং বেলা ৩টায় নগর ভবনে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়রের হাতে দায়িত্ব হস্তান্তর করেন। পরে নগর ভবন চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন মেয়রকে বরণ করে নেয় সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এর আগে গত ২১ জুন পঞ্চমবারের মতো সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে জয়ী হন আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় বিএনপি নির্বাচন বর্জন করেছিল। দলটির মনোনয়নে টানা দুবারের মেয়র আরিফুল হক চৌধুরী দলীয় নির্দেশনা মেনে তিনি নির্বাচনে অংশ নেননি। আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচিত হওয়ার পর
৩ জুলাই মানোনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামানকে শপথ পাঠ করান। তবে আরিফুল হক চৌধুরীর মেয়াদ শেষ না হওয়ায় তিনি দায়িত্ব নিতে পারেননি। আরিফুল হকের মেয়াদ শেষে আজ আনোয়ারুজ্জামান দায়িত্ব নেন।
একই সঙ্গে নগরের ৪২টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররাও আজ দায়িত্ব গ্রহণ করেছেন।
দায়িত্ব হস্তান্তরের পর আনোয়ারুজ্জামান চৌধুরীকে বরণ করে নেওয়া হয়। এ পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ,এ সময় নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সদ্য বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী ও বক্তব্য দেন। অনুষ্ঠানের একপর্যায়ে নতুন মেয়র ও বিদায়ী মেয়র প্রধান অতিথির হাতে শুভেচ্ছা বিনিময় ও শুভেচ্ছা স্মারক তুলে দেন।
দায়িত্ব হস্তান্তরের আগে নবনির্বাচিত মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে কালে ইমরান আহমদ বলেন আগে দুবার মেয়র হিসেবে মরহুম বদরউদ্দিন আহমদ কামরান ভাই ছিলেন। এরপর দুবার আরিফুল হক চৌধুরী তাঁর ছাপ রেখেছেন। আমি প্রত্যাশা রাখি আনোয়ারুজ্জামান চৌধুরীও তাঁর ছাপ আরও ভালো রাখবেন। তিনি বলেন আরিফুল হক চৌধুরী সাহেব সিলেটকে অনেক সুন্দর করেছেন। রাস্তাঘাট বড় করেছেন। অনেক আলোকিত করেছেন। তবে বর্ষার সময় নগরে পানি ওঠে। কোথাও না কোথাও একটা গন্ডগোল আছে যা হয়তো দেখা হয়নি।
আনোয়ারুজ্জামান চৌধুরী জলাবদ্ধতার বিষয়টি দেখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সিলেটের স্থানীয় প্রশাসন রাজনীতিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শুভেচ্ছা বক্তব্য দেন। এ ছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ অনেকে ভার্চ্যুয়াল মাধ্যমে শুভেচ্ছা জানান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজতকান্তি গুপ্ত ও জান্নাতুল নাজনীন। এদিকে দায়িত্ব নেওয়ার আগে দুপুরে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দলীয় নেতা-কর্মীদের নিয়ে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।