সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

রেল গাড়িতে চাপা পড়ে নিহত-১

আপডেট:

মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি

 

বিজ্ঞাপন

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নলডাংগা রেলে ক্রসিং এ রেলগাড়িতে কাটা পড়েছে রামা কান্ত রায় (৬৬) নামক এক ব্যাক্তি নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার ৭ই নভেম্বর রাত আনুমানিক ১০টায় পূজা অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত রামা কান্ত রায় গোপালগঞ্জ সদর থানার নলডাংগা গ্রামের কার্তিক রায়ের ছেলে।

সরজমিনে গেলে এলাকাবাসী সূত্রে জানা যায় , বিগত ২০২২ সালে আরো দুটো এক্সিডেন্ট এর ঘটনা ঘটে, ২০২৩ সালে এই রেল দূর্ঘটনায় আরো দূজনের প্রান কেড়ে নেয়। এলাকারবাসীরা আরো বলেন জনবহুল আমাদের এই রাস্তার উপর দিয়ে রেল লাইন চলে যাওয়ার পর থেকে একের পর এক দূর্ঘটনা সংঘটিত হচ্ছে। এই রাস্তার রেল ক্রসিং এ নাই কোন সিকিউরিটি বা সিগন্যালের ব্যবস্থা ।এলাকাবাসীরা আরো বলেন আমরা রেলের সিকিউরিটি বা সিগন্যালের ব্যবস্থার করার জন্য দরখাস্ত দিয়েছি।

বিজ্ঞাপন

অতি দ্রুত রেল কতৃপক্ষ সিগন্যালের ব্যবস্থা না নিলে

দুর্ঘটনা আরো অধিক মাত্রায় বাড়তে পারে বলে জানান তারা। এ ব্যপারে এলাকাবাসীরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গ কন্যা জননেতত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত এম,পি জননেতা শেখ ফজলুল করিম সেলিম এমপি মহোদয় দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান।

রেল দূর্ঘটনার ব্যপারটি গোপালগঞ্জ সদর সদর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ নিশ্চিত করে। তিনি বলেন এ ব্যপারে আমরা রেল সংস্লিস্ঠ রাজবাড়ি রেঞ্জ এ খবর দিয়েছি। বিষয়টি তারাই দেখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত