শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের কর্মী সমাবেশ

আপডেট:

বাংলাদেশ আওয়ামী যুবলীগের একান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল পাঁচটায় গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় নিজড়া ইউনিয়ন যুবলীগ এর আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বিজ্ঞাপন

নিজরা ইউনিয়ন যুবলীগ এর সভাপতি আসলাম মুন্সী নাসিম এর সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা জুবায়ের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল, নিজেরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন উকিল, নিজেরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী মিনা ধলু, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক এম বি সাইফ (বি,মোল্লা), উপজেলা যুবলীগ এর সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পি, উপজেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক এম এম ফিরোজ মাহমুদ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুর রহমান খান সাধারণ সম্পাদক ইউনিয়ন যুবলীগ সহ জেলা এবং উপজেলার যুবলীগের নেতাকর্মীগন।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্য বলেন, আসছে জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করে দেশের উন্নয়ন এর অগ্রযাত্রা কে আরো সামনের দিকে এগিয়ে নিতে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বাংলার সাধারণ মানুষ নিরাপদ থাকবে।

 

বিজ্ঞাপন

আওয়ামী লীগের অন্যতম প্রধান শক্তি হচ্ছে যুবলীগ,

আমরা অত্যন্ত গর্বিত যে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম অঙ্গ সংগঠন যুবলীগের কর্মী হতে পেরে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবলীগকে অন্যতম ভূমিকা রাখার আহ্বান জানান নেতাকর্মীরা। একই সাথে বিএনপি-জামায়েত এর নৈরাজ্য ঠেকানোর জন্য যুবলীগ ই যথেষ্ট বলে উল্লেখ করেন বক্তারা। নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের নাশকতা রুখে দেওয়ার জন্য সকল নেতাকর্মিকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা
এ সময় সমাবেশ স্থল নেতাকর্মীদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত