সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে পলাশ চন্দ্র বর্মন ৩৫নামে এক ভারসাম্যহীন প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।রোববার ১২ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের হাজি সাহার আলী স্কুলের দক্ষীণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক পলাশ চন্দ্র বর্মন একই ইউনিয়নের রাধানগর ঠাকুরবাড়ি গ্রামের হরদেব চন্দ্র বর্মনের ছেলে।

ট্রেনে কাটা পড়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ।

তিনি বলেন, মানষিক ভারসাম্যহীন প্রতিবন্ধী ওই যুবক প্রতিদিন সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে এলাকায় ঘুরতেন। রোববার সকালে হঠাৎ রেললাইনের ওপর দিয়ে হাঁটতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি ট্রেনের নিচে পড়ে যান তিনি। এসময় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান পলাশ। পরে স্থানীয়রা ইউনিয়ন পরিষদে অবগত করলে ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরতহাল করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত