সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

পঞ্চগড় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

আপডেট:

পঞ্চগড় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার ১২ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা তিনি আইন শৃংঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বলেন,

চলমান অবরোধ কর্মসূচিতে নিরাপত্তা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে পঞ্চগড় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ ভাবে কাজ করছে।

র‌্যাবের ষ্টাইকিং ফোর্স, বিজিবির ষ্টাইকিং ফোর্স ছাড়াও পুলিশের পাশাপাশি আনসার, গ্রাম পুলিশরা দায়িত্ব পালন করবে।
সভায় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল যুবায়েদ হাসান, সিভিল সার্জন ডা. মো. মোস্তফা জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, আটোয়ারী উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, দেবীগঞ্জ পৌর সভার মেয়র আবু বকর সিদ্দিক আবু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক,
পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ বক্তব্য দেন।
সভায় মাদক, মোবাইলের মাধ্যমে জুয়া খেলা, ছিঁচকে চোরের উপদ্রব, ডেঙ্গু থেকে সাবধানতা অবলম্বন, সামজিক অবক্ষয়, সড়ক নিরাপত্তা, নিরাপদ খাদ্য, দ্রব্য মূল্য ও বাজার মনিটরিং, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ্য করে কেউ আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা প্রতিহত করা, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা, বিভিন্ন গ্রামীণ হাট বাজারগুলোতে পাহারাদার নিয়োগ দেয়ার জন্য কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জেলা পর্যায়ের সকল কর্মকতার্, ও সকল উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত