
তেতুলিয়ায় উপজেলায় ৪ নং শালবাহান ইউনিয়নে ব্র্যাকের সেলপ কর্মসূচির সহিত বাল্যবিবাহ নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ নভেম্বর) সকাল ১১ টায়
শালবাহান ইউপি কার্যালয়ে পরিষদ হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।শালবাহান ইউনিয়ন বাল্যবিবাহ নিরোধ কমিটির সাথে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির
সভায় শালবাহান ইউনিয়নের চেয়ারম্যান, সকল ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্য, রেজিস্টার কাজী, ইউনিয়নের ইমাম, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডিএম, এসোসিয়েট অফিসার প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন শালবাহান ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম, সভাটি পরিচালনা করেন
এসোসিয়েট অফিসার ডিএম(লিগ্যাল), সেলপ মোঃ এলামুল হক ও সহযোগিতায় ছিলেন বাসুদেব চন্দ্র রায়।
সভায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির কার্যক্রম ও গেম এর মাধ্যমে
বাল্যবিবাহের কুফল তুলে ধরা হয় এবং উপস্থিত সবার মতামত গ্রহণ করা হয়।
শালবাহান ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাল্যবিবাহ নিরোধ করা সম্ভব এবং ইউনিয়ন থেকে ভুয়া জন্ম সনদ, বয়স বৃদ্ধি ও বাল্যবিবাহ হওয়ার ক্ষেত্রে সহযোগিতা না করার আহ্বান জানান “। তিনি আরো বলেন, ” এলাকায় কোথাও বাল্যবিবাহ সংঘটিত হলে বা সংঘটিত হওয়ার সম্ভাবনা দেখা দিলে কাউন্সিলিং সহ আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান”।শালবাহানের
কাজী মোঃ আজমত আলী জানান,” বাল্যবিবাহ নিরোধে আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে বন্ধ করার পদক্ষেপ নেওয়া দরকার এবং সবাই একসাথে বাল্য বিয়ের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা দরকার”।
সভায় সবার বাল্যবিবাহ বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বে যৌক্তিক উপস্থাপনা দেন
ডিএম (লিগ্যাল), সেলপ মোঃ এলামুল হক।
বাল্যবিবাহ বিষয়ে কর্মসূচির অবস্থান তুলে ধরেন। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতাই পারে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধির প্রতিকার করতে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে উক্ত সভার সভাপতির সমাপনী বক্তব্য দিয়ে সভা শেষ করা হয়।