সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

তেঁতুলিয়া উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম শুভ উদ্বোধন

আপডেট:

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) বিকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাজীপাড়া এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের শুভ

উদ্বোধন করেন, প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় -১ আসনের এমপি মজাহারুল হক প্রধান অনুষ্ঠানে তিন বলেন, পঞ্চগড় জেলায় তেতুলিয়া উপজেলা খেলাধুলায় সব থেকে বেশী এগিয়ে। আমরা চাই এই খেলা আরো অনেকদূর এগিয়ে যাক। তেঁতুলিয়ার মেয়েরা শুধু হ্যান্ডবল খেলায় নয়, ফুটবলে নয়, অন্যান্য খেলাতেও এগিয়ে যাক।
আজকে যে বাংলাদেশের নারীরা শ্রেষ্টত্ব অর্জন করছে তার প্রমাণ নিজেরাই। এবং সেই অর্জন আমাদেরকে ধরে রাখতে হবে। এসময় উদ্বোধন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

পঞ্চগড়-১ এমপি মোঃ মজাহারুল হক প্রধান,তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি, তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমান, সহকারী কমিশনার ভুমি মোঃ মাহবুবুল হাসান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শওকত আলী,মডেল থানা ওসি আবু সাঈদ চৌধুরী প্রমূখ।

মুনাজাত দোয়ার মাধ্যমে শেখ রাশেল মিনি স্টেডিয়ামের শুভ উদ্বোধন করা হয়

জানা যায়, গত ২১ সালের ৪ মে ২য় পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজের অনুমোদন দেয়া হয়। প্রকল্প বাস্তবায়নের মেয়াদকাল ধরা হয়েছে জুলাই ২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত। ২য় পর্যায়ে ১৮৬টি উপজেলায় মিনি স্টেডিয়ামের কাজের উদ্বোধন করা হয়। অনুমোদিত তেতুলিয়া উপজেলার প্রকল্প মূল্য ধরা হয়েছে ৪ কোটি ৫০ লক্ষ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত