শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বিরোধ সন্ত্রাসী হামলায় ৩ শিক্ষক আহত

আপডেট:

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন গাঙ্গাইর আহম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় বিদ্যালয়ের ৩ শিক্ষক গুরুতর ভাবে আহত হয়েছে।
বৃহস্পতিবার(১৬নভেম্বর)দুপুর ২টার দিকে ছাত্র ছাত্রীদের পরিক্ষা চলাকালীন সময়ে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে জানা যায়।
আহতরা হলেন, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুল ইসলাম আতিক, আব্দুর রাজ্জাক ও বুলবুল আহমেদ।

 

বিজ্ঞাপন

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীগন টাঙ্গাইল ময়মনসিংহ মহা সড়ক অবরোধ করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীরা জানান, শিক্ষক নিয়োগ বানিজ্য নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কোরবান আলী বিএসসির সাথে শিক্ষকদের বাকবিতন্ডা হয়।
এর জের ধরেই সভাপতির সাথে আসা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খলিল, লাউফুলা এলাকার সাবেক চেয়ারম্যান প্রার্থী মুকুল, আলোকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাসান আহমেদ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও সাইফুল ইসলাম সহ আরও অনেকে ছাত্র ছাত্রীদের পরিক্ষা চলাকালীন সময়ে অফিস কক্ষে ঢুকে দরজা বন্ধ করে শিক্ষকদের এলোপাতাড়ি ভাবে মেরে গুরুতর ভাবে আহত করে।
পরবর্তীতে শিক্ষার্থীরা শিক্ষকদের বাচাতে এগিয়ে এলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। আহত শিক্ষকদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান ও মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কোরবান আলী বিএসসি এর পদত্যাগের দাবীতে ছাত্র ছাত্রীদের টাঙ্গাইল ময়মনসিংহ মহা সড়কের ৩ঘন্টা ব্যাপি অবরোধ তুলে নেয় এবং তারা দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত