শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

মেট্রোরেলে চড়ে দলীয় মনোনয়ন ফরম কিনতে গেলেন ঢাকা ১৪ আসনের মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম মোল্লার পক্ষে নেতাকর্মীগণ

আপডেট:

 

নূর হোসাইন :বিশেষ প্রতিনিধি

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম কিনে এ কার্যক্রম উদ্বোধন করেন।

শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম কেনেন তিনি। এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এরপর অন্যান্য আসনের নেতা কর্মীরা ফরম কেনেন । এরই অংশ হিসাবে ঢাকা ১৪ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম মোল্লা ফরম কেনেন । বাংলাদেশ আজ সবকিছু পেরিয়ে স্মার্ট দেশে রূপান্তরিত আর এই সবকিছুর অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর মধ্যে অন্যতম মেট্রোরেল। স্মার্ট দেশ’ এ কথার সাথে আমরা সাধারণ মানুষ কখনই পরিচিত ছিলাম না। শেখ হাসিনার জন্যই এসব অর্জন । প্রথমবার তিনি নিয়ে এলেন ডিজিটাল বাংলাদেশ , ২০১২ সালে প্রথম তিনি আমাদের শিখালেন ডিজিটাল বাংলাদেশ শব্দের অর্থ, তিনি বলেছিলেন সবাই এই ডিজিটাল বাংলাদেশের সুবিধাভোগী হবে। মুখের কথাকে বাস্তবে প্রমাণ করে দেখিয়েছেন তিনি, আর এই অর্জনকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ঢাকা ১৪ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম মোল্লা মনোনয়ন ফরম কিনতে যাওয়া- আসার সময় নেতাকর্মীদের মেট্রোরেল ব্যবহার করার নির্দেশ দেন এবং সেই অনুযায়ী নেতাকর্মীগণ মেট্রোরেলে উঠে ফরম কিনতে যান এবং আসার সময় মেট্রোরেলে উঠে আসে । নেতাকর্মীদের উৎসাহিত করতেই তিনি মেট্রোরেলে আসা-যাওয়ার নির্দেশ দেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত