শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

গোপালগঞ্জের নারিকেলবাড়ি উচ্চ বিঃ কতৃপক্ষের জোগসাজে বাড়তি টাকা আদায়ের অভিযোগ

আপডেট:

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রতি বছর দুই হাজার টাকা শীতকালিন ও গ্রীষ্ম কালীন খেলাধুলা বাবদ টাকা জমা দিতে হয় সরকারের খাতায় এই বলে বিদ্যারয় কতৃপক্ষ বাড়তি টাকা আদায় করছে বলে জানান বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা
গোপা্লগঞ্জ জেলার সদর উপজেলার নিজড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নারিকেলবাড়ি উচ্চ বিদ্যালয়ের কতৃপক্ষের নানা বিধি দূর্নীতি করছে বলে অভিযোগ করেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা।

বিজ্ঞাপন

এ ব্যপারে ভুক্তভোগী শিক্ষার্থী মরিয়াম এর পিতা লিটন উকিল গনমাধ্যম কর্মীদের জানান, আমার মেয়ে এই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর নিয়মিত একজন ছাত্রী। ক্লাশের চুড়ান্ত পরিক্ষার ওরা আমার মেয়ের নিকট ১৫শত টাকা চেয়েছে। টাকাটা চাওয়ায় আমি বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে সে আমার মেয়েকে বিদ্যালয় থেকে বের করে দিতে গিয়েছে। জিজ্ঞাসা করায় ওরা আমাকে মারতে গিয়েছে। প্রধান শিক্ষক আমাদেরকে বুঝান বিদ্যালয়ে বিভিন্ন খাতে সব মিলিয়ে ৩৭ শত টাকা আসে তার মধ্যে দুই হাজার টাকা খেলাধুলা বাবদ সরকারের খাতায় দিতে হয়।
বিদ্যালয়ের আরো এক ভুক্তভোগী গনমাধ্যম কর্মীদের বলেন, আমা্র মেয়ে অন্তরা ৮ম শ্রেনীর ছাত্রী। আমার মেয়ের কাছে টাকা চাইলে আমি বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে তিনি আমার উপর ক্ষুব্ধ হয়ে আমার মেয়েকে নিয়ে বিদ্যালয় খেকে চলে যেতে বলে। বিদ্যালয়ে থাকতে হলে তারা যা চাইবে তাই দিতে হবে। আমি এ ব্যপারে সকলের দৃষ্টিকর্ষন করছি।
এ ব্যপারে শিক্ষার্থী সুমাউয়ার বাবা বলেন, আমার মেয়ে সময়মত টাকাটা দিতে না পারায় আমার মেয়েকে ওরা পরিক্ষা শুরু হবার দেড় ঘন্টা পর পরিক্ষার খাতা দিয়েছে। আমি ওদের বলেছিলাম আমি পরে এসে দেখা করবো তার পরেও তারা আমার মেয়ের সাথে এই ব্যবহার করেছে। আমরা এর প্রতিকার চাই।

 

বিজ্ঞাপন

এ ব্যপারে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে তিনি এ ব্যপারে কথা বলতে অস্বীকার করেন সেই সাথে বলেন রবিবার বিদ্যালয়ে আসেন তারপর কথা হবে।
বিদ্যালয়ের সভাপতিকে মুঠফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি বহু বছর যাবৎ এই বিদ্যালয়ে সভাপতি হিসাবে আছি এই রকম কোন বাজে রেকর্ড আমার নেই। আমার বিরুদ্ধে যে সকল কথা ওরা বলেছে সবই মিথ্যা ও বানোয়াট। এরা আমার বিরোধী লোকজন, এরা পরের কথায় আমার বদনাম করার জন্য এগুলো আপনাদের নিকট বলছে।আর প্রধান শিক্ষক জদি নিয়োম বর্হীভুত কোন কাজ করে থাকে তা আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত