শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

পঞ্চগড়ে চুরি হওয়া ট্রাক বীরগঞ্জে উদ্ধার গ্রেফতার ১

আপডেট:

পঞ্চগড় জেলা প্রতিনিধি : খাদেমুল ইসলাম

পঞ্চগড় তেতুলিয়া ভজনপুর বাজারের তেঁতুলিয়া পেট্রোল পাম্পের সামনে থেকে চুরি হওয়া একটি ১০ চাকার ট্রাক বীরগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ শালবনের ভিতর থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকায় চোর চক্রের ১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া শাজাহানপুর উপজেলার জামাদার পুকুর গ্রামের বাবলু মিয়ার ছেলে সবজি হোসেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানায়, সোমবার (২০নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় ট্রাকের চালক বুলবুল তেঁতুলিয়া পেট্রোল পাম্পের সামনে ট্রাকটি রেখে বাড়িতে যায়। পরে সকাল ৮টায় ট্রাকের মালিক সমারু ও চালক বুলবুল ঘটনাস্থলে এসে দেখেন (ঢাকা মেট্টো- ট-২০-২৭১৩)ট্রাক টি নেই । পরে তিনি তেতুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। এব্যাপারে

উপ-পরিদর্শক (নি:) তপন কুমার রায় বলেন,তদন্তের দায়িত্ব পেয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযানে একপর্যায়ে মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুরের বীরগঞ্জ থানার শালবন এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত